প্রশ্ন : মহিলা নামাযে থাকাকালীন কেউ আসলে কি নামায ভেঙে দরজা খুলে দেওয়া যাবে? দিলে এ নামায কিভাবে পড়ব?

উত্তর :

না, স্বাভাবিক অবস্থায় নামায ছাড়বে না। তবে তাৎক্ষণিক না খোলার দরুন কোন ক্ষতির আশংকা হলে সেক্ষেত্রে নামায ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে। পরে এ নামায ক্বাযা করে নিবে।–হাশিয়ায়ে তাহতাবী আলা মারাকীল ফালাহ, পৃষ্ঠা ১/২৪৯ (শামেলা)

Loading