প্রশ্ন : আসসালামু আলাইকুম। আপনি ইতিপূর্বে বলেছেন যে কোন সুদী ব্যাংকে জমানোর নিয়তে কারেন্ট একাউন্ট খোলা যাবে। ইসলামী ব্যাংকে ট্রেড লাইসেন্স ছাড়া খুলে দিতে চায় না। তাই রূপালী ব্যাংকে একটি কারেন্ট একাউন্ট খুলতে গিয়েছিলাম। তারা আমাকে বলেছে খোলা যাবে কিন্তু আপনি চিন্তা করে দেখুন সেভিংস একাউন্ট খুললে যত টাকাই রাখুন চার্জ একদম কম। আর কারেন্ট একাউন্ট খুললে আপনার খরচ অনেক বেশি। বিভিন্ন ধরনের চার্জ কাটা হবে। একটা কারেন্ট একাউন্ট চালানো আর হাতি পোষা এক কথা। আপনি যদি ব্যবসায়ী হন ভবিষ্যতে লোন নিবেন অথবা আপনি ঠিকাদার হলে কারেন্ট একাউন্ট খুলতে পারেন। এছাড়া কেন কারেন্ট একাউন্ট খুলবেন। তারা আমাকে এসব বুঝাচ্ছে। প্রশ্ন ১। কারেন্ট একাউন্ট খুলে বৎসর শেষে কি টাকা কেটে আরও লোকসান হবে? ২। আপনার জানামতে কারেন্ট একাউন্টে কেমন খরচ কাটা হয়? ২। কামভাব নিয়ে মেয়েকে স্পর্শ করলে স্ত্রী হারাম হয়ে যায়- ছোট মেয়েতো পিতার কোলে আসতেই পারে, এক্ষেত্রে কিভাবে নিজেকে নিয়ন্ত্রন করা যাবে? দ্রুত উত্তর পেলে খুশি হব।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে একটু দেরী হয়ে গেল।
১+২। “একটা কারেন্ট একাউন্ট চালানো আর হাতি পোষা এক কথা” তাদের এ কথা সঠিক নয়। তারা তো নিজেদের স্বার্থে সকলকে সেভিংস একাউন্ট খোলানোর চেষ্টা করে। আমার ইসলামী ব্যাংকের একাউন্টে তো বছরে ৭০০/৮০০ টাকা কাটে। যার ৩৫০ টাকা এটিএম কার্ডের জন্য। সার্ভিস চার্জ হিসেবে কিছু টাকা তো তারা কাটবেই। তবে খরচ যাই হক না কেন, খরচের দোহাই দিয়ে সূদী কারবারে জড়ানোর কোন সুযোগ নেই।
৩। যে মেয়ে এখনো বালেগা হওয়ার নিকটবর্তী হয়নি তার সাথে হুরমাতে মুসাহারাহ সাব্যস্ত হয় না।–আদ্দুররুল মুখতার ৩/৪১