প্রশ্ন : আসসালামু আলাইকুম, কেউ যদি বাংলাদেশের সব আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালী দেয় তাহলে তার ঈমান থাকবে? এবং তাদেরকে বুঝালেও আরো উল্টা পাল্টা কথা বলে। তাদেরকে কি করা উচিৎ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
যদি কোন আলেমের ব্যক্তিগত কোন দোষ বা সমস্যার কারণে এমনটি বলে থাকে তবে তা চরম গোনাহের কাজ। পুরো উলামাদেরকে এভাবে গালমন্দ করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এমন ব্যক্তির তাওবা করা জরুরী। নতুবা ঈমানের সাথে মৃত্যুর ব্যাপারে চরম আশংকা রয়েছে।
আর যদি ইলমের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে উলামায়ে কেরামকে গালমন্দ করা হয় তবে তা নিঃসন্দেহে কুফরী কাজ। এমন ব্যক্তির ঈমান থাকে না। আর যদি কেউ এমনিতেই উলামায়ে কেরামকে গালমন্দ করে তবে এতেও কুফরীর আশংকা রয়েছে।
তাকে হেকমতের সাথে বুঝাতে হবে উলামায়ে কেরাম দ্বীনের ধারক বাহক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উলামায়ে কেরামকে নিজের ওয়ারিস ঘোষণা দিয়েছেন।-সহীহুল বুখারী, হাদীস নং ৬০৪৪; রদ্দুল মুহতার ৪/৭২; ফাতাওয়া হিন্দিয়া ২/২৭০; মাজমাউল আনহুর ১/৬৯৫; ফাতাওয়া মাহমূদিয়া ২/৫২৫-৫২৯

Loading