প্রশ্ন : আসসালামু আলাইকুম। রাস্তায় অনেক সময় বিভিন্ন কাগজপত্রে , ভিজিটিং কার্ডের উপরে বাংলায় “বিসমিল্লাহির রাহমানির রাহিম” লেখা থাকে। এর ব্যাপারে কি বিধান? বাংলায় হওয়াতে এর হুকুমকি আরবীর মত হবে? এটিকে উঠিয়ে অন্যত্র রাখতে হবে বা মাটিতে পুতে ফেলতে হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, বাংলায় হলেও তা হেফাজত করা জরুরী। আর হেফাজতের পদ্ধতি হল পরিস্কার কোন পানিতে তলিয়ে দেওয়া বা দাফন করে দেওয়া।
নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর বিস্তারিত পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1883

Loading