প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। হিন্দু বা অন্যান্য ধর্মের লোকদের তৈরিকৃত পোশাক পরা কি জায়েয আছে? ২। আর তাদের তৈরিকৃত বিভিন্ন খাবার (ফ্রোজেন ফুড, মিষ্টি জাতীয় খাবার) খাওয়া কি জায়েয?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, জায়েয। তবে শর্ত হল উক্ত পোশাক শরীয়তে নিষিদ্ধ না হতে হবে।
২। হ্যাঁ, জায়েয। তবে মুসলমানদের তৈরিকৃত খাবার খাওয়া যে উত্তম এতে কোন সন্দেহ নেই।