প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম আমার বাবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। ১) এই চাকরিটা হালাল হবে কিনা? কারন সরকারী নির্দেশে স্কুলে প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে রাখতে হয়। ২) সরকারী নির্দেশে বাবাকে বাধ্যতামূলকভাবে ২১ শে ফেব্র্রুয়ারী, ১৬ই ডিসেম্বর…ইত্যাদির দিবসগুলোতে স্কুলে উপস্থিত থাকতে হয়। দিবস পালন করার কারনে কি বাবার শির্কের গুনাহ হচ্ছে? তার জন্যেকি পিছনের সব নেকী শেষ হয়ে গেছে? ৩) চাকরির শুরুতেই বাবার বেতন থেকে ১০০০ টাকা করে বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হয়। চাকরি শেষে মূল টাকার সাথে নাকি ১৩% সুদ দিয়ে প্রভিডেন্ট ফান্ড আর পেনশন সুবিধা দেওয়া হবে। বাবার জন্য এই টাকাটা হালাল হবে কিনা?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, হালাল।
২। না, এগুলো শিরক হবে না বা এগুলোর দ্বারা পিছনের সব নেকী শেষ হয়ে যাবে না।
৩। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1541

Loading