প্রশ্ন : দাড়ি বিহীন ব্যক্তি কি মসজিদে আযান দিতে পারবে? ইসলাম এ বিষয়ে কি বলে? একটু জানাবেন প্লিজ।
উত্তর :দাড়ি বিহীন ব্যক্তি বালেগ হলে তার আযানে কোনই সমস্যা নেই। আর নাবালেগ হলেও যদি বালেগ হওয়ার নিকটবর্তী হয় সেক্ষেত্রেও কোন সমস্যা নেই। তবে অবুঝ নাবালেগ আযান দিলে তা সহীহ হবে না।–আদ্দুররুল মুখতার ১/৩৯৩, ৩৯৪; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ২/৬৮