প্রশ্ন : আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলার মেহেরবানীতে- আল্লাহ ওয়ালা লোকের ওজীফা আদায়ে- কলবে (অন্তরে) “আল্লাহ” জিকির সবসময় চলতে থাকে। বাথরুমে গেলে কি করবো? আর বাথরুমে গেলে জিকির বন্ধ করার উপায় কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
বাথরুমে যবানে যিকির করা নিষেধ। অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে বা যিকির করতে কোন অসুবিধা নেই।