প্রশ্ন : আমার বিবি ১০ ভরি সোনার অলংকার হাদিয়া পেল। কিছুদিন পরে সে আমাদের এক মাস বয়সি মেয়েকে ৫ ভরি দিয়ে দিল। তাহলে কি এক বছর পর যাকাত ফরজ হবে?
উত্তর :যদি বাস্তবেই সন্তানকে দিয়ে দেয় আর আপনার স্ত্রীর অন্য কোন যাকাতযোগ্য সম্পদ না থেকে থাকে তবে যাকাত ফরজ হবে না। আর যদি আপনার স্ত্রীর উক্ত পাঁচ ভরি স্বর্ণের সাথে যদি সামান্য রূপা, টাকা বা ব্যবসার কোন মাল থেকে থাকে তবে বছরান্তে তার উপর যাকাত ফরজ হবে। কেননা সেক্ষেত্রে সাড়ে বায়ান্ন তোলা/ভরি রূপার মূল্য সমপরিমাণ সম্পদ দ্বারা নেসাব নির্ধারিত হবে।
উল্লেখ্য যে, অনেককে দেখা যায় যাকাত আদায় না করার জন্য বিভিন্ন বাহানা খুঁজে। যাকাতের বছর পূর্ণ হবার পূর্বে কাউকে তা হাদিয়া দেয় অতঃপর তা আবার ফিরিয়ে নেয়। এটা অত্যন্ত গর্হিত কাজ। এখানে বুঝা উচিত আমাদের বুদ্ধি যিনি দান করলেন তার সাথে এই চালাকি করলে তিনি কি বুঝবেন না?–রদ্দুল মুহতার ২/৩০৩; তাবয়ীনুল হাকায়েক ২/৮০