প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত, প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে দুরূদ শরীফ পড়লে সিজদায়ে সাহু দিতে হবে কী না?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে দুরূদ শরীফের “আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদ” পর্যন্ত পড়লে সিজদায়ে সাহূ দিতে হবে। আর নফল নামাযে পড়তে কোন অসুবিধা নেই। বরং নফল নামাযের প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়াই উত্তম।–আদ্দুররুল মুখতার ২/১৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; আল বাহরুর রায়েক ২/১২৭