প্রশ্ন : আমার অবাধ্য হয়ে আমার স্ত্রী তার বাবার বাড়িতে থাকে। আমি আসতে বললে সে আমার বিরোধীতা করে। সে বলে, তার মা-বাবা বলে, আমাকে আমার স্ত্রীকে আনতে যাওয়ার জন্য। আর আমি বলেছি ও আমার বাড়িতে আসলে ওকে নিয়ে ওর বাবার বাড়িতে বেড়াতে যাব। এখন আমি ওখানে গেলে আমার স্ত্রী ও তার পরিবারের কাছে ছোট হতে হবে। এবং স্ত্রী আরো অবাধ্য হওয়ার সুযোগ পায় এমতাবস্থায় আমার কি করনীয়?
উত্তর :প্রিয় দ্বীনী ভাই আপনার উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
আসলে এসব ক্ষেত্রে কষাকষি করাটা অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকর হয়। কোন বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তাদের সংশোধনের চেষ্টার চেয়ে মৌলিকভাবে তাদের সংশোধনের চেষ্টা করাটা অধিক ফলপ্রসূ। তাই আপনি একটু শিথিল হয়ে তাকে নিয়ে আসুন। এরপর তাকে শরীয়তের হুকুম, স্বামীর হোক সম্পর্কে বুঝাতে থাকুন। দ্বীনী তালীম করতে থাকুন। ইংশাআল্লাহ তা ফলপ্রসূ হবে।