প্রশ্ন : আমি যেখানে কাজ করি ওখানে দুপুরে খাওয়ার জন্য নির্দিষ্ট কোন টাকা বরাদ্দ নেই। যত টাকা খুশি খাওয়ার পর বসকে এসে বললে বস কিছু বলে না। এখন আমার প্রশ্ন হলো, আমি কি প্রতিদিন কিছু কম খেয়ে বসকে গিয়ে বেশি খেয়েছি বলে কিছু টাকা আমি রেখে দিতে পারি কিনা? যেমনঃ আমি প্রতিদিন ১০০ টাকা খাই। এখন ৫০ টাকা খেয়ে ৫০ টাকা রেখে দিতে পারি কিনা। কিন্তু কোন নির্দিষ্ট টাকা বরাদ্দ নেই। এটা একটি উদাহরণ দিলাম মাত্র। এটা কি জায়েয হবে? উওরটা একটু তাড়াতাড়ি দিলে খুবই উপকার হবে।
উত্তর :না জায়েয হবে না। বরং যত টাকার খাবেন কেবল তত টাকাই নিতে পারবেন। তার চেয়ে বেশী নেওয়া জায়েয হবে না।