প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত। আজ আমি এশার চার রাকাআত নামায পড়তে গিয়ে তিন রাকাআতে যেখানে উঠে পড়বো সেখানে ভুলে বসতে যাচ্ছিলাম আর তখনই মনে পড়লো যে আমার চার রাকাআত পড়া হয়নি, আমি তৎক্ষণাৎ অবশিষ্ট রাকাআত পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করলাম। এক্ষেত্রে হযরতের কাছে আমার প্রশ্ন হলো এই যে, আমার উক্ত নামায কি যথার্থ হয়েছে? দয়া করে তা জানিয়ে আমাকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, বসার সাথেই উঠে গেলে নামায সহীহ হয়ে গিয়েছে। তবে তিন তাসবীহ পরিমান বসলে সিজদায়ে সাহূ দিতে হবে।-আদ্দুররুল মুখতার ১/৪৩৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৮