প্রশ্ন : আসসালামু আলাইকুম, শীতে রোযা রাখলে ঠোট ফেটে যায়, ফলে লিপজেল দিতে হয়। লিপজেল দেয়ার পর ছ্যাপের সাথে লিপজেলও খেয়ে ফেলি (খাওয়া ছাড়া উপায় নাই)। এতে কি রোযার কোন ক্ষতি হয়? ক্ষতি হলে করনীয় কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই আপনার উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
লিপজেলের কোন অংশ পেটে চলে গেলে রোযা ভেঙ্গে যাবে এবং উক্ত রোযা ক্বাযা করতে হবে। আর আপনার বক্তব্য “খাওয়া ছাড়া উপায় নাই” সঠিক নয়। ঠোঁটের বাইরের অংশে লিপজেল লাগালে একটু সতর্ক থাকলে তা পেটে যাবার কথা নয়। এরপরেও আপনার চলে গেলে আপনি রোযা অবস্থায় তা ব্যবহার করা থেকে বিরত থাকবেন।–ফাতাওয়া হিন্দিয়া ১/২০২; আন নাহরুল ফায়েক ২/১৬

Loading