প্রশ্ন : আমি এক বন্ধু থেকে বাজরিগার পাখি (অস্ট্রেলিয়া থেকে আসা অতিথি পাখি) গিফট পাই। পরে শুনি পাখিকে এভাবে বন্দি রেখে কষ্ট দেয়া উচিত না। এখন যেহেতু বিদেশী পাখি, তাই ছাড়লে আকাশে অন্যান্য পাখির দ্বারা ক্ষতি হওয়া থেকে যাবতীয় আরো সমস্যা রয়েছে। এখন আমার কি করা উচিত? আল্লাহ এর নামে কি ছেড়ে দিব নাকি এভাবেই বন্দী রাখব যাতে ওরা বেঁচে থাকে।

উত্তর :

প্রিয় দ্বীনী বোন, আপনার প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
পাখি খাঁচায় পোষা জায়েয তবে শর্ত হল তাকে কোন কষ্ট দিবে না এবং তার খাবারের ব্যাপারে যত্নবান হবে। তবে সর্বাবস্থায় পাখি যে খোলা আকাশে ছেড়ে দেওয়া উত্তম এতে কোন সন্দেহ নেই। তাই আপনি উচিত বা উত্তমের কথা জিজ্ঞাসা করলে আমি ছেড়ে দেওয়ার কথাই বলব।-সহীহুল বুখারী, হাদীস নং ৬২০৩; মিরকাতুল মাফাতীহ ৪/৬৪

Loading