প্রশ্ন : আমরা বোন ২ জন, ভাই ৫ জন। বর্তমানে বাবা জীবন্ত আছে, কিন্তু বাবার সব সম্পত্তি আমার নামে হেবা দান করছে। আমি ভাইদের সম্পদও শরীয়া মোতাবেক দিলে, কত অংশ দিতে পারি?

উত্তর :

প্রিয় দ্বীনী ভাই আপনার উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
আপনার পিতার জন্য এভাবে অন্য সন্তানদেরকে বঞ্চিত করে সব সম্পত্তি আপনাকে দেওয়া চরম অন্যায় হয়েছে। হাদীস শরীফে কোন ওয়ারিছ ঠকালে তার জন্য জাহান্নামের শাস্তির হুমকি এসেছে। আপনার আব্বা যেহেতু এখনো জীবিত আছেন তাই আপনার কর্তব্য হল অন্য সকল ভাই বোনদেরকে আপনার আব্বা কর্তৃক প্রদেয় সমূদয় সম্পদ বণ্টন করে দেওয়া। এক্ষেত্রে দুই বোন যা পাবেন এক ভাই তাই পাবেন। অর্থাৎ ভায়েরা বোনের দিগুন পাবেন। এর দ্বারা আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আব্বাকে মাফ করে দিবেন ইংশাআল্লাহ। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ সংক্রান্ত দলীলভিত্তিক বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1539

Loading