প্রশ্ন : আসসালামু আলাইকুম, একটি স্পর্শ কাতর মাসআলা জানার জন্য বার্তাটি দিলাম। আশা করি ইসলামের দৃষ্টিতে সঠিক দিক-নির্দেশনাটি দিবেন। আমার পরিচিত একজন পুরুষ তার সমবয়সী আরেক জন পুরুষের সাথে খারাপ কাজ করে (সমকামিতা)। আলহামদুলিল্লাহ এখন তারা তওবা করে দ্বীনের পথে আছে। এর কিছুদিন পর এক সময় অপর পুরুষটি বিয়ে করে এবং তার একটি কন্যা সন্তান হয়। ইতিমধ্যে মেয়েটি সাবালিকা হয়েছে। কিন্তু পরিচিত পুরুষটি পড়া-শুনায় লেগে থাকে। সুতরাং সে বিয়ে করেনি। এখন সে পড়াশুনা শেষ করে একটা ভাল অবস্থায় আছে। এই অবস্থায় সে চায় অপর পুরুষের সেই মেয়েটিকে বিবাহ করতে কিন্তু আমার কাছে এর মাসআলা জানা নাই। তাই তার সাথে পরমর্শ করেই এর মাসআলাটা জানার জন্য আপনার/আপনাদের কাছে বার্তা দিলাম। এখন প্রশ্ন হল ১৷ এই পুরুষটির জন্য কি ঐ পুরুষের কন্যাটি হারাম হয়ে যাবে? ২। অথবা ঐ পুরুষের সন্তানের সাথে অপর পুরুষের সন্তানের বিবাহ কি হারাম হবে? আশা করি সঠিক মাসআলাটা জানাবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২। না, হারাম হবে না। তাদের পরস্পরে বিবাহ জায়েয।–সূরা নিসা, আয়াত ২৪; বাদায়েউস সানায়ে ৩/৪১১