প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর, শীতের বেলা রাতে কিছু সময় বেডমিন্টন খেলা কি জায়েয আছে? এক হুজুর বলল, এতে রাষ্ট্রীয় সম্পদ খরচ হওয়ায় বান্দার হক নষ্ট হয়েছে। যদি এমনই হয় তাহলে এই হক আদায় এর উপায় কি এখন? এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। ওয়াআলাইকুমুস সালাম
উত্তর :খেলাধুলা করা শর্তসাপেক্ষে জায়েয। কাজেই আপনারা উক্ত শর্তগুলো মেনে খেললে শীতের রাতে কিছু সময় বেডমিন্টন খেলা আপনাদের জন্য জায়েয হয়েছে। আর উক্ত আলেম যে নিঃশর্তভাবে খেলাকে নাজায়েয বলেছেন তা সঠিক নয়। নিম্নোক্ত লিঙ্কে আপনি শর্তগুলো বিস্তারিত জানতে পারবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=404