প্রশ্ন : ১। ব্যাংক সুদ ও মুদারাবা এর মদ্ধে পার্থক্য কি? ২। ইসলামি ব্যাংকগুলি যে মুদারাবার চুক্তি করে লভ্যাংশ দেয়, তা নেওয়া যাবে কিনা?

উত্তর :

১। মুদারাবা হল শরীয়তসম্মতভাবে ব্যবসার একটি পদ্ধতি। এ ব্যবসায় একজনের পুঁজি ও অন্যজনের শ্রম থাকে। লভ্যাংশ তাদের পূর্ব চুক্তি অনুযায়ী বন্টিত হয়। লোকসান শুধুমাত্র পুজিদাতার উপর বর্তায়। আর সূদে লাভ লোকসানের কোন বিষয় থাকে না। ঋণের বিপরীতে শতকরা নির্দিষ্ট হারে ঋণদাতাকে টাকা দিতে হয়। কুরআন ও হাদীসের অসংখ্য জায়গায় সূদের ভয়াবহতা ও নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা এসেছে।
২। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=587

Loading