প্রশ্ন : ২/৩ পদ এর জর্দা দিয়ে পান খায় এমন ইমামের পিছনে নামায পড়া যাবে কি?
উত্তর :জর্দা নেশাযুক্ত হলে খাওয়া নাজায়েয। দুর্গন্ধযুক্ত হলে মাকরূহ। আর এগুলো না হলে জায়েয। কাজেই ইমাম সাহেব যে জর্দা খান তা নেশা ও দুর্গন্ধযুক্ত না হলে তা খেতে কোন অসুবিধা নেই। সেক্ষেত্রে নামাযেও কোন সমস্যা হবে না।–রদ্দুল মুহতার ৬/৪৬০; ফাতওয়ায়ে রশীদিয়া, পৃষ্ঠা ৪৬২