প্রশ্ন : আমি একটি ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করছি, যেটা প্রতি মাসে আমাকে আমার মোট কেনাকাটার ওপর ১, ২ অথবা ৩ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে। আমি যদি ১০ হাজার ডলার খরচ করি, তাহলে ১০ থেকে ১৫ ডলার আমি ফেরত পাই। এমনকি এর জন্য আমি কোনো সুদও দিচ্ছি না। প্রতি মাসের নির্দিষ্ট সময়ের আগেই আমি সব টাকা পরিশোধও করি। এখন আমার প্রশ্ন হলো, এই যে ক্যাশব্যাক আমি পাচ্ছি সেটা কি হালাল?

উত্তর :

হ্যাঁ, উক্ত ক্যাশব্যাক গ্রহন করা বৈধ।

Loading