প্রশ্ন : হজরতের কাছে জানতে ইচ্ছুক ১) আমি একজন গৃহিণী, আমি ভাল কেক বানাতে পারি। অনেকে আমার কাছে এসে জন্মদিনের কেক বানিয়ে নিয়ে যায়। এতে আমার কিছু টাকা আয় হয়। এখন এই টাকা যেহেতু জন্মদিনের কেক বানানো থেকে উপার্জিত হয়, তাহলে আমার এই আয় হালাল হবে কিনা? কারন যেহেতু আমি বেদআত কাজে সাহায্য করছি, সেহেতু নামান্তর অন্যায় কাজে সাহায্য করা হল। ২) মাছের এবং গোসতের শুঁটকী এবং কাজী ভাত খাওয়া শরীয়তে কোন নিষেধ আছে কিনা?

উত্তর :

প্রিয় দ্বীনী ভাই আপনার প্রশ্নের উত্তর দিতে কিছুটা দেরী হয়ে গেল। এজন্য আন্তরিকভাবে দুঃখিত।
১। জন্মদিনের কেক বানিয়ে দেওয়া মাকরূহ। যদিও তা থেকে অর্জিত আয় হালাল হবে। কোন মুমিনের জন্য এ ধরণের পেশা শোভনীয় নয়।
২। ছোট মাছের শুটকি যে কোন ভাবে খেতে কোন অসুবিধা নেই। তবে মাছ বড় হলে তার পেটের ময়লা ফেলে দিতে হবে। পেটের ময়লা না ফেলে বড় মাছের শুটকি খাওয়া মাকরূহ। অনুরূপভাবে গোস্তের শুটকি খেতে কোন অসুবিধা নেই। আর কাজী ভাত বলতে যদি বরিশালের গৌরনদীর বিশেষ খাবার উদ্দেশ্য হয় তবে তাতেও শরয়ী কোন নিষেধাজ্ঞা নেই।

Loading