প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত, আমার দুটি প্রশ্ন ১। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তার বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনকে জন্মদিন বা বিবাহ্ বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠায়। প্রশ্ন হলো- বিভিন্ন দিবস উপলক্ষে এভাবে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানো কি জায়েয? ২। বিভিন্ন দিবস, যেমনঃ বাবা দিবস, মা দিবস ইত্যাদি দিবস উপলক্ষে টি-শার্টের উপরে বার্তা বা উক্তি লিখে তা অনলাইনে (ইন্টারনেটে) বিক্রয় করা কি বৈধ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। শরয়ী দৃষ্টিকোণ থেকে জন্মদিন বা বিবাহ্ বার্ষিকী উদযাপন করা নাজায়েয। কাজেই এই দিনগুলোকে কেন্দ্র করে শুভেচ্ছা বার্তা দেওয়া যাবে না। কেননা এর দ্বারা উক্ত দিবস পালনে সমর্থন ও উৎসাহ দেওয়া হয়।
২। হ্যাঁ, বৈধ।