প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুআনাকা করার সঠিক নিয়মটা জানতে চাই? কোন কাধের সাথে কোন কাধ মিলবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
মুআনাকার সঠিক পদ্ধতি হল প্রত্যেকে তার ডান গলাকে (কাঁধ নয়) অপরের ডান গলার সাথে একবার লাগাবে। তিনবার নয়।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫২১৬; রদ্দুল মুহতার ৬/৩৮০, ৩৮১

Loading