প্রশ্ন : মসজিদে হারামে জুমুআর নামাযের ওয়াক্ত হ‌বার সাথে সাথে আযান হয় এবং খুৎবা শুরু হয়ে যায়। এখন আমার প্রশ্ন, ক্বাবলাল জুমুআর চার রাকাআত সুন্নাত আদায় করবো কখন? ওয়াক্ত হবার পূর্বে নাকি খুৎবা চলাকালীন সময়ে?

উত্তর :

যদি বাস্তবেই খুতবার পূর্বে সুন্নাত পড়ার সময় পাওয়া না যায় তবে সেক্ষেত্রে জুমুআর ফরজ নামাযের পড়ে পড়বে। প্রথমে বা’দাল জুমুআ পড়বে অতঃপর কবলাল জুমুআ। হাদীস শরীফে আছে-
عن عائشة أن النبي صلى الله عليه و سلم كان إذا لم يصل أربعا قبل الظهر صلاهن بعده
অর্থঃ হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের (ফরজ) নামাযের পূর্বে ৪ রাকাআত (সুন্নাত) পড়তে না পারলে তা পরে পড়ে নিতেন।–সুনানে তিরমিজী, হাদীস নং ৪২৬; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১১৫৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ৬০২৬; ইলাউস সুনান ৭/১৩৭-১৩৮

Loading