প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১.গায়ে হলুদের অনুষ্ঠান করা কিংবা তাতে অংশগ্রহণ করা জায়েয আছে কি? ২. যদি পর্দার সাথে ঘরোয়া ভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় তবে সেটার ব্যাপারে অনুমতি আছে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। না, সম্পূর্ণ নাজায়েয ও হারাম। বিবাহে গায়ে হলুদের অনুষ্ঠান হিন্দুয়ানী তরীকা এবং বিজাতীয়দের সংস্কৃতি। যা সম্পূর্ণ পরিত্যাজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
অর্থঃ যে ব্যক্তি কোন জাতীর সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের মধ্যে গণ্য হবে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৩৩
অন্য হাদীসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
خَالِفُوا الْمُشْرِكِينَ
অর্থঃ তোমরা মুশরিকদের বিরোধিতা কর।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৯২
কাজেই এটা যেভাবেই পালন করা হোক না কেন তা নিষিদ্ধ।

Loading