প্রশ্ন : আমার একটি কম্পিউটারের দোকান আছে। যেখানে সরকারী কাগজ পত্র যেমন ভোটার আইডি বা জন্ম সনদ কারেকশন করতে হয় আবার ভূয়া টিন সার্টিফিকেট বানাতে হয়। অনেক বা প্রায় কম্পিউটারের দোকান এই কাজ-ই করে যেমন নিলক্ষেত। আমি কি কাজ করতে পারব?
উত্তর :না, ভুয়া কোন কাগজ তৈরি করে দেওয়া জায়েয হবে না। নকল বা ভুয়া কাগজ তৈরি করা মানে মিথ্যার আশ্রয় গ্রহন করা। কাজেই এর সহযোগিতা করা যাবে না।–সূরা মায়েদাহ, আয়াত ২; সহীহুল বুখারী, হাদীস নং ৬০৯৪