প্রশ্ন : ১৷ কেউ যদি সূদসহ কিস্তিতে অথবা সুদ ভিত্তিক ঋণ নিয়ে গাড়ি ক্রয় করে এবং এই গাড়ি চালিয়ে বা ভাড়া দিয়ে সে যদি উপার্জন করে তা কি হালাল হবে? ২৷ গাড়ি বিক্রি করে যা টাকা পাবে তা কি হালাল হবে (যদি উপরে উল্লেখিত তরীকায় ক্রয় করে)
উত্তর :১+২। যদি সে হালাল টাকা দ্বারা ঋণ পরিশোধ করে তবে (উপার্জন ও বিক্রয়লব্ধ টাকা) হালাল হবে। তবে তার সূদ দেওয়ার গুনাহ হবে।
উল্লেখ্য যে, সূদী লোন নিয়ে কোন কিছু ক্রয় করলে তা হারাম হয় না। কেননা সে সূদ দেয়, নেয় না। বরং সেক্ষেত্রে সূদী কারবারে যুক্ত হওয়ার এবং সূদ দেওয়ার গুনাহ হবে। তবে কেউ সূদ গ্রহন করে তা দ্বারা কিছু ক্রয় করলে সেটা হারাম হয়।