প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১.আমি বিদেশে যাওয়ার সময় কিছু টাকা কম পড়ে, যার ফলে আমার আব্বা আম্মা আমাকে না জানিয়ে কিস্তিতে টাকা আনে যা কিনা সুদ আপনি ভাল করে জানেন। এখন কি আমার সমস্ত আয় হারাম হয়ে গেছে? ২.তায়াম্মুম করার নিয়ম টা একটু বলবেন? ৩.কি অবস্থাতে তায়াম্মুম করতে হয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, আপনার আয় হারাম হবে না। তবে আপনার পিতা মাতার সূদী কারবারে জড়িয়ে অনেক বড় গুনাহ করেছেন। তারা খালেছভাবে তাওবা করে নিবেন।–সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৭
২+৩। নিম্নোক্ত দুটি লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=2288 এবং
http://muftihusain.com/ask-me-details/?poId=1797

Loading