প্রশ্ন : ১। ওয়েব ডিজাইন করা কি জায়েয? আমি একটা সাইট বানাবো তখন ঐটাতে অনেক সময় অনেক ধরনের ছবি যোগ করতে হয় সৌন্দর্যের জন্য। ২। আর আমি ডিজাইন করে বিক্রি করলে ওরা যদি ঐ সাইটটাকে খারাপ কোন কাজে ব্যবহার করে তাহলে আমারও কি গোনাহ হবে? ৩। অথবা কম্পিউটার এর কোন কোন কাজ গুলা ইসলামে জায়েয? যদি বলতেন অনেক উপকৃত হতাম…. ধন্যবাদ

উত্তর :

১। হ্যাঁ, জায়েয। তবে কোন প্রাণী বা কার্টুনের ছবি ডিজাইন করা জায়েয হবে না। যে কোন প্রাকৃতিক দৃশ্যের ছবি দিতে পারেন। একান্ত প্রয়োজনে মানুষের কোন অঙ্গ-প্রত্যঙ্গ যেমন হাত পা ইত্যাদি অথবা (কোন পুরুষের) মাথাবিহীন ছবি দেওয়ারও সুযোগ রয়েছে। যদিও তা অনুত্তম। তবে কোন মহিলার যে কোন প্রকারের ছবি দেওয়া থেকে বিরত থাকা কর্তব্য।-সহীহুল বুখারী, হাদীস নং ৫৯৫০; সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৫৯

২। না, আপনার গোনাহ হবে না।-রদ্দুল মুহতার ৫/২৭২; আহকামুল কুরআন, মুফতী শফী ৩/৭৪

৩। এটা তো একটা ব্যাপক বিষয়। তাই কি বিষয়ে জানতে চান বা আপনি কি ধরনের কাজ করেন সেটা নির্দিষ্ট করে বলে মাসআলা জেনে নিলে ভালো হবে।

Loading