প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার বাবা মা, আমার জন্ম তারিখ জন্ম সনদ এ এক বছর বেশি দিয়েছেন এবং তা দিয়ে আমার স্কুল কলেজ ও ভার্সিটির সব সার্টিফিকেট হয়ে গেছে। উনারা হয়তোবা চাকুরীর বয়স থাকবে না এই জন্য হয়তো দিয়েছেন। আমি তো অবগত ছিলাম না। এতে কি কোনো গুনাহ হচ্ছে? হলে তো এখন ঠিক করার কোনো উপায় নাই। থাকলে জানাবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
এটা এক প্রকার মিথ্যা। তারা এমনটি করে থাকলে তারা গুনাহগার হবেন। যদি কোন ভাবে ঠিক করা যায় তবে তা-ই করতে হবে। আমার জানা মতে স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকে জন্মসনদ এবং শিক্ষাবোর্ড থেকে সার্টিফিকেট সংশোধন করা যায়। আর কোনভাবে সম্ভব না হলে খালেছভাবে তাওবা ও ইস্তেগফার করে নিবে।