প্রশ্ন : ভাইয়া আমার সালাম নিবেন । গত বারের প্রশ্নের উওর দেওয়ায় আপনাকে ধন্যবাদ (নামের শেষে ইসলাম টইটেল ব্যবহার করা যাবে কিনা প্রসঙ্গে)। কিন্তু কিছু আলেম আমাকে বলল এটি (অর্থাৎ দিদার নামের সাথে ইসলাম ব্যবহার করা) একটি ফসেক কাজ। কারণ ইসলাম একটি ধর্ম। দিদার ইসলাম মানে অর্থ দাড়ায় দিদার একটি ইসলাম ধর্ম। মুফতী স্যার, তাই আমি এর ব্যাখ্যাটা জানতে চাচ্ছি কেন লাগানো যাবে টাইটেলটি?র প্রশ্নের উওর দেওয়ায় আপনাকে ধন্যবাদ(নামের শেষে ইসলাম টইটেল ব্যাবহার করা যাবে কিনা প্রসঙ্গে) । কিন্তু কিছু আলেম আমাকে বলল এটি একটি ফসেক কাজ । কারণ ইসলাম একটি ধর্ম । দিদার ইসলাম মানে দ্বারাই দিদার একটি ইসলাম ধর্ম । মুফতি স্যার তাই আমি এর বাখ্যাটা জানতে চাচ্ছি কেন লাগানো যাবে টাইটেলটি

উত্তর :

উক্ত আলেমদের কথা সঠিক নয়। তাদের এই বক্তব্য “দিদার ইসলাম মানে অর্থ দাড়ায় দিদার একটি ইসলাম ধর্ম” সঠিক নয়। বরং এটা একটা মূর্খতা। কেননা ইসলাম শব্দের অর্থ ধর্ম নয় সমর্পণ, শান্তি। কাজেই দিদারুল ইসলাম নামের অর্থ দাড়াবে শান্তির সাক্ষাৎ।

Loading