প্রশ্ন : মাসজিদে দেওয়া কুরআন শরীফ বিক্রি করা জায়েয আছে কি না?
উত্তর :না, বিক্রি করা জায়েয হবে না। তবে কোন মসজিদের কুরআন শরীফ প্রয়োজনে না আসলে এবং তা অযথা পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হলে সেক্ষেত্রে আশপাশের কোন মসজিদে প্রয়োজনে আসলে সেখানে দেওয়া জায়েয হবে।–রদ্দুল মুহতার ৪/৩৬০, ৩৯৬; ইমদাদুল ফাতাওয়া ২//৬৭১