প্রশ্ন : আসসালামু আলাইকুম, এসি করা মসজিদে অর্ধেক কাঁচ দিয়ে আটকানো, কাঁচ পুরোই স্বচ্ছ এবং পাতলা। মুসল্লীরা নামাযরত অবস্থায় তাদের সামনে দিয়ে কাচেঁর ভিতর দিয়ে চলা যাবে? কাঁচ কি সুতরা হিসাবে ধরা যাবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, কাঁচ সুতরা হিসেবে যথেষ্ট হবে।–মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৯২৪