প্রশ্ন : হযরত ঈদের ছুটিতে কক্সবাজার গিয়েছিলাম। আসার পথে ফজরের নামাজের ওয়াক্ত পার হওয়ার উপক্রম হলেও মসজিদ না পাওয়াতে গাড়ি থামতে ছিলো না আর বৃষ্টিও হচ্ছিল প্রচুর। তাই উপায় না দেখে বাসের শেষের সিটের সবগুলো আসন খালি থাকাতে সেখানে বসে নামায আদায় করেছি। দাড়ানো সম্ভব ছিলো না। বসেই রুকু করেছি এবং সিটের উপর সিজদা দিয়েছি। অর্থাৎ বসে যেভাবে নামায আদায় করে সেভাবে আদায় করেছি। নামায হয়েছে কি? নাকি দাড়াতে পারি নাই বলে তা দোহরাতে হবে?

উত্তর :

হ্যাঁ, উক্ত নামায দোহরাতে হবে।-রদ্দুল মুহতার ২/৪১, ১/২৩৫; আদ্দুরুল মুখতার ১/৪২৭, ৪৪৫; আল বাহরুর রায়েক ১/৪৯৩, ২৪৮

Loading