প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। কোন হারাম জিনিস হারাম জেনে প্রসংশা করলে ঈমান থাকবে? (যেমনঃ কোনো গান শোনা হারাম তা সও্বে ও যদি আমি বলি গানটা অনেক সুন্দর হয়েছে) নাকি গুনাহ হবে? ২। কোন মৃত ব্যক্তির কাছে বসে কুরআন তিলাওয়াত করা জায়েয আছে কি? ৩। শিয়া সম্প্রদায়কে মুসলমান বলা যাবে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, ঈমান তো একেবারে দুর্বল পর্যায়ে হলেও থাকবে। তবে এটা একটা কুফরী কাজ। ঈমানের জন্য খুবই খতরনাক।
২। মায়্যিতকে গোসল দেওয়ার পূর্বে তার নিকট বসে তিলাওয়াত করা মাকরূহ। তবে গোসলের পর মৃত ব্যক্তির নিকট বসে তিলাওয়াত করা অথবা গোসলের পূর্বে মায়্যিত থেকে দূরে কোথাও তিলাওয়াত করা জায়েয।–রদ্দুল মুহতার ২/১৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৭
৩। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=2395