প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১. তৃপ্তি সহকারে গান শুনলে নাকি স্ত্রী তালাক হয়ে যায়? কথাটি কতটুকু সত্য? বিস্তারিত জানতে চাই। ২. কারো কাছে যদি কোন গান বা সিনেমার প্রশংসা করি যেমনঃ ওই গানটা দারুন হইছে বা ওই সিনেমাটা খুব সুন্দর হইছে। তাহলে কি কুফুরি হবে? কেননা, আমি তো হারাম জিনিসের প্রশংসা করলাম। ৩. ব্লুটুথ বা শেয়ারইটে কাউকে গানা বা সিনেমা দিলে কি পরিমাণ গুনাহ হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না, তালাক হয় না।

২। হ্যাঁ, এটা ভয়াবহ গুনাহের কাজ এবং এক ধরণের কুফরী কাজ। তবে এতে ঈমান চলে যাবে না।

৩। এটাও গুনাহের কাজ। কেননা এতে গুনাহের কাজে সহযোগিতা কয়রা হয়। আর আল্লাহ তাআলা গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা করতে নিষেধ করেছেন। কি পরিমান গুনাহ হবে এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন।–সূরা মায়েদাহ, আয়াত ২

Loading