প্রশ্ন : আসসালামু আলাইকুম ১. আপনি একটা প্রশ্নের উওরে বলেছেন ছবি তোলা নাজায়েয, আমি একজন আলেম থেকে জানতে পারি এটা একটা প্রতিবিম্ব। ছবি তোলা যাবে এ ব্যাপারে আপনি কি বলবেন? ২. টিভি, সাউন্ড বক্স, স্মার্টফোন এর ব্যাবসা জায়েয আছে কি? ৩. দাড়িয়ে পানি পান করা যাবে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। নাজায়েয।
২। টিভি ব্যতীত অন্যগুলোর ব্যবসা জায়েয। টিভি বেচাকেনা করা নাজায়েয।–সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৪৭; আদ্দুরুল মুখতার ৫/২৪৫; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/১৬৪
৩। অনুচিত।-সহীহুল বুখারী, হাদীস নং ৫৬১৭, ৫৬১৫; সহীহ মুসলিম, হাদীস নং ৫৩৯৩, ৫৩৯৪; সুনানে তিরমিজী, হাদীস নং ১৮৮০; উমদাতুল ক্বারী ১৯/৮(শামেলা)
নিম্নোক্ত লিঙ্কে আপনি আরো বিস্তারিত জানতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1477