প্রশ্ন : ১। টিভি, কম্পিউটার, মোবাইল বিক্রি করা যাবে কি? ২। হালাল মনে করে ২ বছর আগে আমরা একটা টিভি সেট বিক্রি করেছি এখন শুনতেছি তা বিক্রি করা ঠিক না। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেও একটি টিভি ছিল যা বিক্রি করেছি? এখন করণীয় কি? যেহেতু এটা হারাম আমরা জানতাম না।
উত্তর :১। টিভি ব্যতীত অন্যগুলোর ব্যবসা জায়েয। টিভি বেচাকেনা করা নাজায়েয।–সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৪৭; আদ্দুরুল মুখতার ৫/২৪৫; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/১৬৪
২। আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করবেন। আর বিক্রিয়লব্ধ টাকা কোন গরীবকে দিতে পারলে উত্তম। যদিও তা নিজের প্রয়োজনে ব্যয় করা জায়েয।–রদ্দুল মুহতার ৬/৩৯১; বাদায়েউস সানায়ে ৫/১৪৪