প্রশ্ন : আমার ভাই লন্ডনে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেফের কাজ করেন। উনার কাজ হলো কিচেনে হালাল খাবার রান্না করা। (কিচেনে কোন হারাম খাবার নেই, রেস্টুরেন্টে হারামের মধ্যে শুধু মদটাই হারাম বাকি সব খাবার হালাল) কিন্তু এই রেস্টুরেন্টে সামনের দিকে একটি বারে মদ বিক্রি হয়। আমার ভাই মদের সাথে সস্পৃক্ত কোন কাজ করেন না। শুধু কিচেনে হালাল খাবার রান্না করনে এবং এর বিনিময়ে বেতন নেন। এতে কি আমার ভাইয়ের ইনকাম হালাল হবে যেহেতু ওই রেস্টুরেন্ট মদ বিক্রি হয়।
উত্তর :হ্যাঁ, তার বেতন হালাল হবে।
সম্পূরক প্রশ্নঃ হুজুর আমাকে একজন বলছে রেস্টুরেন্টের আয়ের অধিকাংশ হালাল থেকে হলে বেতন হালাল হবে অন্যথায় হবে না। আমার ভাই তো হালাল কাজ করেন। এই কথাটা কি সঠিক? দয়া করে জানালে উপকৃত হবো।
উত্তরঃ না, রেস্টুরেন্টের আয়ের অধিকাংশ হালাল থেকে না হলেও তার বেতন হালাল হবে। আসলে মুসলমানদের মদ বিক্রি করা এবং অমুসলিমদের অমুসলিমদের নিকট মদ বিক্রি করার মাঝে হুকুমের দিক দিয়ে পার্থক্য রয়েছে। এর পরেও যদি সে তাকওয়ার কারনে তার পেশা পরিবর্তন করে নেয় তবে তা প্রশংসনীয় হবে। যদিও তা জরুরী নয়।–আল বাহরুর রায়েক ৬/২০২; বাদায়েউস সানায়ে ৪/৪০৭