প্রশ্ন : আসসালামু আলাইকুম। কুরবানী যারা দেন তাদের অনেকের উপার্জন হালাল থাকে আবার অনেকের উপার্জন হারাম। যাদের উপার্জন হালালের চাইতে হারামের পরিমানই বেশি থাকে তাদের পক্ষ থেকে গোস্ত হাদিয়া দিলে তা তো খাওয়া যাবে না। আত্মীয়স্বজনরা গোস্ত হাদিয়া দেওয়ার পর দেখা যায় বাড়ির মুরুব্বিরা সবার গোস্তই একসাথে মিশিয়ে ফেলে। এক্ষেত্রে যে গোস্ত খাওয়া জায়েজ আর যেগুলা নাজায়েজ সবতো একত্রিত হয়ে যায়। এই একত্রিত গোস্ত খাওয়ার বিধান কি হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
কুরবানী তো সামনে। কাজেই যাদের উপার্জন হারাম তাদেরটা ফিরিয়ে দিলেই তো হল। আর ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে মুরব্বীদের বুঝাতে হবে তারা যেন তাদের গোশত মিলিয়ে না ফেলে। বরং তা আলাদা রেখে গরীবদের মাঝে সদকাহ করে দিবে। আর একান্তই মিলিয়ে ফেললে প্রবল ধারনার ভিত্তিতে তাদের দেওয়া অংশ পরিমাণ সদকাহ করে দিবে। আর এক্ষেত্রে একটু বেশিই দিবে যাতে অন্তরে কোন খটকা না থাকে।–রদ্দুল মুহতার ৬/৩৮৫; আল বাহরুর রায়েক ৮/৩৫৯