প্রশ্ন : আসসালামু আলাইকুম। ছোট বেলায় আমার আকীকা করা হয় নাই। পিতার সামর্থ্য ছিল না। এখন আমি বড় হয়েছি। আমার আর্থিক অবস্থা এখন ভাল এবং এ বছর আমি কুরবানীর নিয়ত করেছি। প্রশ্ন ১. এই কুরবানীর সাথে কি আমি আমার নিজের আকীকার নিয়ত করতে পারব? প্রশ্ন ২. আকীকার জন্য কি আলাদাভাবে গোস্ত বন্টন করতে হবে? প্রশ্ন ৩. নিজের পিতামাতা কি সন্তানের আকীকার গোস্ত খেতে পারবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। হ্যাঁ, পারবেন।

২। না, আলাদাভাবে গোস্ত বন্টন করা জরুরী না। আকীকা আর কুরবানীর গোস্তর হুকুম একই। চাইলে আলাদা বণ্টন করতে পারেন। আবার উভয়টি একসাথেও করতে পারেন।

৩। হ্যাঁ, সবাই খেতে পারবে।

সুত্রসমূহঃ ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০;রদ্দুল মুহতার ৬/৩৩৫

Loading