প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার কয়েক বছরের ঈদ এর নামায ক্বাযা হয়েছে। আমাদের মসজিদে দুইটি ঈদের জামাআত হয়, তাই আমি একই মসজিদে ২টা জামাআতেই নামায পড়ি, ১ম টা এই ঈদের আর পরেরটা গত বছরের ক্বাযা। এতে কি আমার ক্বাযা ঈদের নামায আদায় হয়?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
ঈদের নামায কারো জন্য ছুটে গেলে তার ক্বাযা নেই। তাই ক্বাযার নিয়তে দ্বিতীয় জামাআতে শরীক হওয়ার প্রয়োজন নেই। আপনি খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা ও ইস্তেগফার করবেন।-রদ্দুল মুহতার ২/১৭৬; ইলাউস সুনান ৮/১১৯