প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি অনেক আগে শুনেছিলাম যে, প্রতিদিন ২০/২৫ জনকে সালাম দিলে কি যেন ফায়দা হয়, ভুলে গেছি, তাই মেহেরবানী করে উক্ত ২০/২৫ জনকে সালামের সম্পৃক্ত হাদীসটি দিলে উপকৃত হতাম।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

উক্ত হাদীসটি মওজু বা জাল। জাল বর্ণনাটি নিম্নরূপ-

“যে ব্যক্তি দিনে বিশ জন লোককে সালাম দেয় আর সেদিন সে মারা যায় তবে সে জান্নাতে যাবে”।

তবে সালাম বেশি বেশি দেওয়ার কথা হাদীস শরীফে এসেছে। কেউ সালাম দিলে তার নির্ধারিত ছাওয়াব সে পাবে।–তাযকিরাতু মাওযুআত, পৃষ্ঠা ৬৪; তানযীহুশ শরীয়া ২/১১৯

Loading