প্রশ্ন : আসসালামু আলাইকুম। ছাগলকে পাঠা দেখিয়ে/দিয়ে টাকা নেওয়া কি জায়েয আছে? যদি জায়েয না হয় তবে যারা পাঠা দেখাতে ছাগল নিয়ে আসে তাদেরকে পাঠার জন্য হাদিয়া বাবদ যদি ইচ্ছে বা খুশি মত কুড়া, ভুসি ইত্যাদি কোন কিছু যা পারে আনতে বলি তবে তা নেয়া কি জায়েয হবে? এতে করে পাঠার খাওয়ার একটি ব্যবস্থা হলো আর আমাদেরও কিছু উপকার হলো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

পাঠা দ্বারা প্রজনন ঘটিয়ে এর বিনিময় নেওয়া জায়েয নয়। অনুরূপভাবে এর চুক্তি করাও জায়েয নয়। তবে পাঠার মালিক বিনিময় ছাড়া তা না করতে চাইলে সেক্ষেত্রে ঠেকায় পড়ে বিনিময় দেওয়া জায়েয। এমতাবস্থায় গুনাহ পাঠার মালিকের হবে।

তবে কোন চুক্তি ছাড়া স্বতঃস্ফূর্তভাবে ছাগীর মালিক খুশি হয়ে কিছু দেয় তবে তা নেওয়া যেতে পারে।–সহীহুল বুখারী, হাদীস নং ২২৮৪; তাবয়ীনুল হাকায়েক ৬/১১৬; ফাতাওয়া রহীমিয়া ৯/৩০৬

 

Loading