প্রশ্ন : ১.তালাকের নিয়তে কেউ যদি তার বন্ধুর কাছে বলে যে “আমি আমার স্ত্রীকে তালাক দিব” তাহলে কি তার স্ত্রীর উপর তালাক পতিত হবে? ২. অথবা যদি সরাসরি স্ত্রীকে বলা হয় যে, “আমি তোমাকে তালাক দিব” এই কথার দ্বারা কি তালাক পতিত হবে?
উত্তর :১+২। না, উক্ত কথার দ্বারা তালাক পতিত হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪; রদ্দুল মুহতার ২/৩১৯