প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। যাদুকারীরা কি চিরস্থায়ী জাহান্নামী হবে? ২। এক যাদুকারীনী সে নিজেকে মুসলিম দাবী করলেও সাপ (মনোষা), কালী ইত্যাদির ছবি ও মুর্তি দিয়ে পুজা করে যাদু করে। আমি চাই তার যাদুর ক্রিয়া বন্ধ করতে, তাই তার বাড়ী ঘর মুর্তিসহ ভেঙ্গে দিতে, কারন যাদু করে সে আমার পরিবারের অনেক ক্ষতি করেছে (শুধু আমার পরিবারের না আরো অনেক পরিবারের ক্ষতি করতেছে)। তার আওত্তাধীন অনেক জিন আছে, যদি ভাঙ্গি তাতে কি আমার কোন ক্ষতি হবে? ৩। বাড়ী-ঘর ভাঙ্গা ছাড়া অন্য কোন উপায়ে কি তাদের এই যাদুর ক্রিয়া বন্ধ করার ইসলামে কোন ব্যবস্থা আছে কি? থাকলে কিভাবে বিস্তারিত জানতে চাই? ৪। যাদু বন্ধ করার জন্য যে সব কুরআনের আয়াত বলেন, তাতো শুধু নিজের জন্য, কিন্তু আমি চাচ্ছি যারা যাদু করে তাদেরকেই প্রতিহত করতে।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। মুমিন হলে চিরস্থায়ী জাহান্নামী হবে না। বরং তারা তাদের নির্দিষ্ট মেয়াদের সাজা ভোগ করার পর ঈমানের কারনে জান্নাতে প্রবেশ করবে।
২+৩+৪। এ সম্পর্কে আমার ব্যাপক ধারণা ও অভিজ্ঞতা নেই। এটা একটা ভিন্ন সাবজেক্ট। যারা এগুলো সহীহভাবে (তদবীর) করেন তাদের থেকে পরামর্শ নিতে পারেন।