প্রশ্ন : মুহতারাম, আমি আমার ভাইয়ের বাসায় থেকে পড়াশুনা করি। আমার ভাই সরকারি ব্যাংকে চাকরি করে। এখন ভাইয়ের বাসায় থেকে ওনার চাকরির টাকায় কিনা খাবার খেয়ে ইবাদাত করলে আমার ইবাদাত কি কবুল হবে? আর ভাইয়ের দেওয়া টাকা আমি দান করলে সেই দান কি কবুল হবে? ভাইয়ের ইনকাম আমার জন্যে হালাল নয় কি? জাযাকাল্লাহ।
উত্তর :আপনার ভাইয়ের এটা ছাড়া আর কোন বৈধ ইনকাম না থাকলে অথবা হারাম ইনকামের চেয়ে হালাল ইনকাম কম হলে তার বাসায় থাকা-খাওয়া করা আপনার জন্য নাজায়েয ও হারাম। ব্যাংকে চাকরি করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এটা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর। হাদীস শরীফে আছে হারাম উপার্জন খেয়ে দুআ করলে তা কবূল হয় না। অনুরূপভাবে হারাম খাবার খেয়ে ইবাদাত করলে তা ইবাদাতের মধ্যেও প্রভাব ফেলে। যেমন এক হাদীসে রয়েছে, “নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র। আর তিনি পবিত্র ব্যতীত কবূল করেন না”। আর হারাম মাল থেকে সদকাহ করলেও আল্লাহ তাআলা তা কবূল করেন না।
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ( يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ) وَقَالَ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ) ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ
অর্থঃ হযরত আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হে লোকসকল, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র। তিনি পবিত্র ব্যতীত কবূল করেন না। আর আল্লাহ তাআলা নবীদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও সে আদেশ করেছেন। অতঃপর তিনি এই আয়াতদ্বয় তিলাওয়াত করেন- “হে রসূলগণ, তোমরা হালাল থেকে খাও এবং নেক আমল কর। তোমরা যে আমল কর আমি তা জানি”। “হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি তার মধ্য থেকে হালাল খাও”। এরপর তিনি ঐ লোকের কথা বলেন, যে দীর্ঘ সফরে থাকায় চুল এলোমেলো চেহারা ধুলি ধূসরিত। দুই হাত আসমানের দিকে প্রসারিত করে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। কিভাবে তার দুআ কবূল হবে?- সহীহ মুসলিম, হাদীস নং ২৩৯৩; জামে তিরমিজী, হাদীস নং ২৯৮৯
তাই আপনার কর্তব্য হল থাকা খাওয়ার জন্য দ্রুত অন্য কোন হালাল পন্থা এখতিয়ার করা।-সূরা বাকারাহ, আয়াত ২৭৮, ২৭৯; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২