প্রশ্ন : আসসালামু আলাইকুম। আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করেছিলাম যে, বিবাহের যাবতীয় সামগ্রী বিক্রি করার জন্য আমাকে গায়ে হলুদেরও কিছু সামগ্রী বিক্রি করতে হয়। আবার কিছু জম্নদিনের সামগ্রীও বিক্রি করতে হয়। এখন আপনার কথা অনুযায়ী আমার দোকানে ৮০% একদম হালাল আর ২০% মাকরুহে তাহরীমা জিনিস আছে। ব্যবসাটি দুজন শেয়ারে করায় আমি উক্ত ২০% বাদ দিতে পারবো না। এখন আমার প্রশ্ন হলো ১। ৮০% হালাল ২০% মাকরুহে তাহরীমা এমন ব্যবসা কি আমি সারাজীবন করতে পারবো? ২। ৮০% হালাল ২০% মাকরুহে তাহরীমা এমন ব্যবসা কি আমি ৩ বছর যাবত করতে পারবো? নাকি ৩ বছরো শেয়ারে না করে একাই ৮০% জিনিস নিয়ে ব্যবসা করবো? ৩। ৮০% হালাল ২০% মাকরুহে তাহরীমা এমন ব্যবসা করলে কি কোন সমস্যা আছে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। না, পারবেন না। শুধুমাত্র হালাল বস্তু রাখতে হবে।
২। না।
৩। হ্যাঁ, সমস্যা হবে। উক্ত জিনিসগুলো বিক্রি করা নাজায়েয। মাকরূহে তাহরীমী ওয়াজিবের বিপরীত। ওয়াজিব আদায় না করলে যেমন গোনাহ হয় তদ্রূপ মাকরূহে তাহরীমী করলেও গোনাহ হয়।