প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমি জানি মোচের পানি খাওয়া হারাম কিন্তু আমার এক বন্ধু বলেছে হারাম না। কোনটা সঠিক?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
উক্ত কথাটি সঠিক নয়। অর্থাৎ মোচে পানি স্পর্শ করলে তা খাওয়া হারাম হয় না।
হাদীস শরীফে মোচ ছোট রাখতে বলা হয়েছে। মোচ যেন উপরের ঠোটের রেখা অতিক্রম না করে সেদিকে খেয়াল রাখতে হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৯২; সুনানে নাসায়ী, হাদীস নং ৫২৪১